thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

নেত্রকোণায় ভাবি হত্যায় দেবরের ফাঁসি

২০১৭ নভেম্বর ২৭ ১৪:৩০:৪০
নেত্রকোণায় ভাবি হত্যায় দেবরের ফাঁসি

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ভাবিকে ছুরি মেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন বছর পর দেবর হান্নান মিয়াকে (৩২) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত হান্নান মিয়া (৩২) কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ জানান।

২০১৪ সালের ৮ জুন দুপুরে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে হান্নান ছুরি দিয়ে আঘাত করে বিল্লালের স্ত্রী নাছিমা খাতুনকে (৩৫) গুরুতর আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে নাছিমার মৃত্যু হয়। এ ঘটনায় পর দিন নিহতের ভাই একই গ্রামের জয়নাল মিয়া বাদী হয়ে হান্নান মিয়াকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর