thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জাতীয় আইসিটি দিবস ১২ ডিসেম্বর

২০১৭ নভেম্বর ২৭ ১৭:৪৫:৩৮
জাতীয় আইসিটি দিবস ১২ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশের ধারণা স্মরণীয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিফ্রিংয়ে জানান, সভায় ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস হিসেবে উদযাপনের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেছেন, ‘১২ ডিসেম্বরকে জাতীয় আইসিটি দিবস হিসেবে প্রতি বছর উদ্যাপন করা হবে এবং প্রজ্ঞাপন অনুযায়ী এটি খ-শ্রেণির দিবস হিসেবে উদ্যাপিত হবে।’

সচিব আরো বলেছেন, ‘দেশ আইসিটি খাতে অনেক এগিয়ে গিয়েছে, আমরা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে ৭ম/৮ম অবস্থানে রয়েছি।’

তিনি জানিয়েছেন, সরকারিভাবে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘আওয়ামী লীগ ২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইসতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারণাটি ঘোষণা করে। এজন্য এই দিনটিকে স্মরীণয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে জাতীয় আইসিটি দিবস হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর