thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিয়ে করছেন প্রিন্স হ্যারি-মেগান মর্কেল

২০১৭ নভেম্বর ২৭ ১৮:৫১:৫৫
বিয়ে করছেন প্রিন্স হ্যারি-মেগান মর্কেল

দ্য রিপোর্ট ডেস্ক : বিট্রিশ রাজপরিবারে ফের বিয়ের খবর। বিয়ে করতে চলেছেন প্রিন্স হ্যারি। পাত্রী হলেন তার প্রেমিকা মার্কিন অভিনেত্রী মেগান মর্কেল।

সোমবার এই বিয়ের ঘোষণা দিয়েছেন হ্যারির বাবা প্রিন্স চার্লস।

২০১৬ থেকে ডেট করছিলেন হ্যারি ও মেগান। চলতি মাসের শুরুর দিকেই তাদের এনগেজমেন্ট হয়। কিন্তু সে খবর জানতেন শুধু রাজপরিবারের ঘনিষ্ঠরা।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, রানি এই হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ পরিবারের নতুন সদস্য হিসেবে মেগানকে স্বাগত জানিয়েছেন তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরে ‘কাপল’ হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন হ্যারি ও মেগান। ভেনিটি ফেয়ার ম্যাগাজিনকে মেগান আগেই বলেছিলেন, ‘আমরা একে অপরকে ভালবেসে খুব ভাল আছি।’

এদিকে, বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ক্লারেন্স হাউস সোমবার হ্যারি ও মেগানের বিয়ের ঘোষণা করে।

আনুষ্ঠানিক এই বিবৃতিতে বলা হয়, প্রিন্স অফ ওয়েল্স আনন্দের সঙ্গে ঘোষণা করেছে যে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বাগদান সম্পন্ন হয়েছে। তাদের বিয়ে ২০১৮ সালের বসন্তকালে অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর