thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ডাকাতির অভিযোগে গণপিটুনী,ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২

২০১৭ নভেম্বর ২৮ ০১:১৭:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় গণপিটুনীতে দুজন নিহত হয়েছেন।সোমবাররাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতির সময় গণপিটুনীতে দুই ডাকাত নিহত হয়েছে। কেউ তাঁদের চিনতে পারেনি। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি।

গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ডাকাতদের কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর