thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৮ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

পদ্মাবতী : বিদেশে মুক্তি ঠেকানোর আবেদন খারিজ

২০১৭ নভেম্বর ২৮ ২২:২৩:০৫
পদ্মাবতী : বিদেশে মুক্তি ঠেকানোর আবেদন খারিজ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বব্যাপী বলিউড সিনেমা পদ্মাবতীর মুক্তি ঠেকানোর আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে ভারতের উচ্চ আদালত।

আদালতের রায়ের আগেই ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটির বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। খবর এএফপি’র।

বলা হচ্ছে, সিনেমাটিতে এক হিন্দু রানী ও এক মুসলিম শাসকের মধ্যে প্রেম-ভালবাসা দেখানো হয়েছে।

ভারতে সিনেমাটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সরবোর্ড থেকে অনুমতি না পাওয়ায় মুক্তির দিন পিছিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিনেমাটির মুক্তি ঠেকানোর একটি আবেদনকে খারিজ করে দিয়ে বলেছে, সেন্সর হওয়ার আগে এখনই কারোর সিনেমাটির বিচার করা উচিত নয়।

প্রধান বিচারপতি দিপক মিশরার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ‘দায়িত্ববান লোকরাই ক্ষমতায় আছেন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে মন্তব্য করা আইনের শাসনের পরিপন্থী।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর