thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

শাজনীন হত্যা : শহিদুলের ফাঁসি ‘আজ রাতেই’

২০১৭ নভেম্বর ২৯ ২০:১১:৪৭
শাজনীন হত্যা : শহিদুলের ফাঁসি ‘আজ রাতেই’

গাজীপুর প্রতিনিধি : চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুলের ফাঁসির রায় বুধবার রাতে কার্য্কর করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের জেলার মিজানুর রহমান।

তিনি আরো জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১০টায় এ রায় কা্র্য্কর করা হবে।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ঢাকার গুলশানস্থ নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করা হয় ট্রান্সকম গ্রুপ’র চেয়ারম্যান লতিফুর রহমানের কন্যা শাজনীন তাসনিম রহমানকে। এ ঘটনায় পৃথক দু‌টি মামলা করা হয় । ২০০৩ সালে ঢাকার মামলার রায়ে ৬জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয় নারী ও শিশু নির্যাতন দমন আদালত।২০০৬ সা‌লে হাই‌কোর্ট ৫ জ‌নের ফাঁ‌সি বহাল রা‌খে ।

পরে সু‌প্রিম কোর্ট ৫ সদ‌স্যের বেঞ্চ ২ আগষ্ট ২০১৬ ধর্ষণ ও হত্যার এ মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৬ আসামির মধ্যে গৃহকর্মী শহীদুল ইসলাম শহীদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য ৪ আসামি সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান, হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন মিনু ও পারভীনকে খালাস দেয় আপিল বিভাগ। ।

শাজনীন তাসনিম রহমান ঢাকার ইংরেজী মাধ্যম স্কুল স্কলাষ্টিকার নবম গ্রেডের শিক্ষার্থী ছিল।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর