thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ঘন কুয়াশায় পদ্মায় ৭ ফেরি আটকা

২০১৭ নভেম্বর ৩০ ০৯:১৪:৪৮
ঘন কুয়াশায় পদ্মায় ৭ ফেরি আটকা

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে পদ্মার মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ৭টি ফেরি।

বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত এসব নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশা বাড়তে থাকলে নৌ চলাচলের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ পদ্মায় ৪টি ফেরি পরিবহন ও যাত্রী নিয়ে নোঙর করে রাখা হয়।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মধ্যরাত থেকে নদীতে প্রচুর কুয়াশা পড়তে শুরু করে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে মাঝে মধ্যে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু এতে করেও ফেরি পারাপার স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। বরং নৌরুটের মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে ছোট-বড় মিলে ৭/৮টি ফেরি আটকা পড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর