thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মেসি-সুয়ারেজ ছাড়াই ৫-০ গোলে বার্সার জয়

২০১৭ নভেম্বর ৩০ ০৯:৫৭:৪১
মেসি-সুয়ারেজ ছাড়াই ৫-০ গোলে বার্সার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : রিয়াল মুর্সিয়াকে ৫-০তে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। তবে আক্রমণ ভাগে দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নামে দলটি। এ বড় জয়ে কোপা দেল রে'র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা।

প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা বার্সা বুধবার (২৯ নভেম্বর) রাতে নু ক্যাম্পে মুর্সিয়াকে আতিথেয়তা দেয়। আগের রাতে অখ্যাত ক্লাব ফুয়েনলাব্রাদারের সঙ্গে ২-২ ড্র গোলে করে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে কিছুটা হলেও রক্ষণভাগ নিয়ে হয়তো চিন্তিত ছিলেন ভালভার্দে।

তবে আক্রমণ ভাগে দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নামে দল।

কিন্তু মেসি-সুয়ারেজ ছাড়াই গোল উৎসবে মাতেন পাকো আলকাসের, জেরার্ড পিকে, আলেক্স ভিদাল, ড্যানিস সুয়ারেস ও হোসে আরনিস।

ম্যাচের ১৬ মিনিটে পাকো আলকাসেরের গোলে লিড পায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন জেরার্ড পিকে। ৫৬তম মিনিটে তারকা এ ডিফেন্ডার গোলটি করেন। ৬০ মিনিটে গোল করেন অ্যালেক্স ভিদাল ও ৭৪ মিনিটে ড্যানিস সুয়ারেজ। আর ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন জোসে আরনাইজ।

বিশাল ব্যবধানে জয়ের পর দুই লেগে ৮-০ গোলে মুর্সিয়াকে হারিয়ে কোপা দেল’রের শেষ ষোলর টিকিট কাটে।

এদিকে কোপার শেষ ষোলর টিকিট কেটেছে লাস পালমাস, সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে হতাশ করেছে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর