thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

পরমাণু বিশ্বে প্রবেশ করলাম : শেখ হাসিনা

২০১৭ নভেম্বর ৩০ ১৭:০৩:৫৫
পরমাণু বিশ্বে প্রবেশ করলাম : শেখ হাসিনা

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের দিনটি আমাদের জন্য সত্যি আনন্দের। কারণ আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল কাঠামোটা নির্মাণ শুরু করছি। অর্থাৎ, আমরা পরমাণু বিশ্বে প্রবেশ করলাম।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরদী উপজেলায় পদ্মাতীরের রূপপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করে স্বপ্নপূরণের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এ সময় রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটাম) মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প এলাকায় যে জায়গায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে, সেখানে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি কর্ণিক দিয়ে নিজে হাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। পরে একটি ফলকও তিনি উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। সে অনুযায়ী কাজও শুরু হয়েছিল।’

শেখ হাসিনা বলেছেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের বিদ্যুতের সমস্যা ছিল। দেশের মানুষের বিদ্যুতের চাহিদা ছিল ব্যাপক। আমাদের যেকোনো উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া একটা দেশকে আমরা উন্নত, সমৃদ্ধশালী করতে পারব না। বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তেল, গ্যাস, কয়লা, পারমাণবিক, সৌর, বায়ু যত রকমের করা যায়, তারপর জলবিদ্যুৎ, ভারত থেকে বিদ্যুৎ ক্রয় করা, অর্থাৎ প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আনা সব রকম কাজ আমরা করে যাচ্ছি।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অত্যন্ত জটিল একটা ব্যাপার। এখানে অনেক কাজ করতে হয়। হয়তো জাতির পিতা যদি আমাদের মাঝে থাকতেন, তাহলে অনেক আগেই এটা হয়ে যেত। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, মাত্র সাড়ে তিন বছর তিনি সময় পেয়েছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পরে যারা হত্যা, ক্যু ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কোনো পদক্ষেপই নেয়নি। ২১ বছর মূলত কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসেই আমি পরমাণু বিদ্যুৎকেন্দ্র কীভাবে নির্মাণ করা যায়, রূপপুরের এ জায়গাটা কীভাবে কার্যকর করা যায়, তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এ জন্য কতগুলো আন্তর্জাতিক নিয়ম মানতে হয়, এ আন্তর্জাতিক নিয়ম-নীতিগুলো মানা, জাতিসংঘের কতগুলো সনদ আছে এগুলো অনুস্বাক্ষর করা এবং আমরা আইআইএর সঙ্গে অস্ট্রিয়ায় যোগাযোগ করি, সেখানে একটি কমিটিও করে দিয়েছিলাম, তখন কার শিক্ষামন্ত্রী সাদেক সাহেবকে দিয়ে। তিনি জানান, একটি টিম আমি করেছিলাম, কীভাবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যায় এবং আন্তর্জাতিক কী কী নিয়ম মানতে হবে, সেগুলো ঠিক করা হয়।’

শেখ হাসিনা আরো বলেন, ‘২০০১-এ বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে অন্যসব প্রকল্পের মতো ওই প্রকল্পও পরিত্যক্ত করে দেয়। এ ব্যাপারে আর উদ্যোগ নেয় না।’ তিনি আরো বলেন, ‘২০০৮-এ ক্ষমতায় এসে আবার উদ্যোগ নিই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য কী কী দরকার, তা নিয়ে আলোচনা অব্যাহত রাখি।’

শেখ হাসিনা বলেন, ‘বিশাল অঙ্কের টাকা দরকার। এ টাকা কোথায় পাব? আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আমি যখন রাশিয়ায় যাই, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপ করি, তিনি আমাকে জানান, পরমাণু কেন্দ্রটা করে দেবেন, যা টাকা লাগে, তিনি আমাদের দেবেন।’
তিনি আরো বলেন, ‘সে জন্য রাশিয়া ফেডারেশন ও সরকারকে ধন্যবাদ জানাই।’

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হতে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় আণবিক শক্তি করপোরেশন রোসাটামের অঙ্গ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মোট ব্যয়ের ৯০ শতাংশ অর্থঋণে সরবরাহ করছে রাশিয়া। প্রতিটি এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট স্থাপিত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। দুটি ইউনিট মিলিয়ে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আগামী ২০২৩ সালে প্রথম ইউনিট ও পরের বছর ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রে টানা ৬০ বছর বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর