thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

২০১৭ নভেম্বর ৩০ ১৮:৩২:৫৩
ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও তিনজন।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার শুভগাছা এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সারিয়াকান্দী উপজেলার কুতুবপুর এলাকার মিতু (২৮), তার মেয়ে মিম (আড়াই বছর) ও আব্দুস সোবহান (৩৫)।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানিয়েছেন, ধুনট সদর থেকে অটোরিকশাটি শেরপুর শহরে যাচ্ছিল। পথে শুভগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা আব্দুস সোবহান।

আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর