thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুনামগঞ্জে কলেজশিক্ষক খুন

২০১৭ ডিসেম্বর ০১ ১৬:৪৭:১৬
সুনামগঞ্জে কলেজশিক্ষক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আবু তুহিন জুয়েল (৪০) নামে এক কলেজশিক্ষক খুন হয়েছেন।

উপজেলার সেলবরশ ইউনিয়নের কাশিয়ানি গ্রামে শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তুহিন জুয়েল ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

জেলার জ্যেষ্ঠ এসএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, জুয়েলের সঙ্গে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কথাকাটাকাটির একপর্যায়ে রাজ্জাকের পক্ষের লোকজন তুহিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। আহত তুহিনকে তার স্বজনরা ধরমপাশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর