thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মিয়ানমারের শান্তি অর্জনে অনেক কিছু করার বাকি : সু চি

২০১৭ ডিসেম্বর ০২ ১১:৩২:৪৬
মিয়ানমারের শান্তি অর্জনে অনেক কিছু করার বাকি : সু চি

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, তার দেশ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তবে আরো অনেক কাজ বাকি রয়েছে। খবর- এবিসি নিউজের।

শুক্রবার (২ ডিসেম্বর) চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আয়োজিত বিশ্ব রাজনীতিক নেতাদের এক ফোরামে তিনি এ মন্তব্য করেন।

সু চি বলেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেতৃত্বাধীন সরকার দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও ভারসাম্য প্রতিষ্ঠায় অনেকটাই এগিয়েছে। তবে আরো অনেক কিছু করার বাকি আছে বলে তিনি উল্লেখ করেছেন।

রোহিঙ্গা ইস্যুতে চীন বরাবরই নেতিবাচক কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। এদিকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সু চির বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি আলোচনা করা হয়েছে কিনা জানা যায়নি। তবে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, উভয় নেতাই চীন-মিয়ানমার ইকোনোমিক করিডোরের মাধ্যমে ভবিষ্যত সহযোগিতার এ ধারার প্রশংসা করেন।

বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা থেকে রক্ষা করে আদতে চীনেরই লাভ হয়েছে।

মিয়ানমারের একজন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার হাত থেকে বাঁচতে মিয়ানমার চীনের দিকে ঝুঁকেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর