thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মৌসুমের প্রথম হার পিএসজির

২০১৭ ডিসেম্বর ০৩ ০৯:৫৯:৪৯
মৌসুমের প্রথম হার পিএসজির

দ্য রিপোর্ট ডেস্ক : মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে পিএসজি। শনিবার লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল স্ত্রাসবুরের কাছে ২-১ গোলে হেরেছে উনাই এমেরির দলটি।

প্রতিপক্ষের মাঠে ত্রয়োদশ মিনিটে নুনো দা কস্তার হেডে পিছিয়ে পড়ার চার মিনিট পরেই সমতায় ফিরতে পারতো পিএসজি। কিন্তু কাছ থেকে কিলিয়ান এমবাপের ব্যাকহিল গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়।

৩৯তম মিনিটে নেইমারের দারুণ পাস ধরে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে আনহেল দি মারিয়ার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এর তিন মিনিট পর সমতাসূচক গোলের দেখা পায় অতিথিরা। নেইমারের পাস ধরে আদ্রিওঁ রাবিও বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ছয় গজ বক্সে বল বাড়ান। ওখান থেকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

বিরতির খানিক আগে এগিয়েও যেতে পারতো পিএসজি; কিন্তু আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের শট লাগে পোস্টে।

৬৫তম মিনিটে ফের পিছিয়ে পড়ে পিএসজি। পাল্টা আক্রমনে সতীর্থের হেডে বাড়ানো বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে জোরালো উঁচু শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড স্তেফান বাহোকেন।

আক্রমণের ধার বাড়াতে ৭৫তম মিনিটে মিডফিল্ডার দি মারিয়াকে বসিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ের স্ট্রাইকার কাভানিকে নামান কোচ। তাতে বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখতে পারলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি।

উল্টো যোগ করা সময়ের সপ্তম মিনিটে হতাশা থেকেই কি-না, প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার।

শেষের আগ মুহূর্তে ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে অসাধারণ এক জয় নিশ্চিত করেন স্বাগতিকদের ফরাসি গোলরক্ষক কামারা।

১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্সেই ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর