thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

অবকাশকালীন ছুটিতে নিম্ন আদালত

২০১৭ ডিসেম্বর ০৩ ১০:০৭:০০
অবকাশকালীন ছুটিতে নিম্ন আদালত

দ্য রিপোর্ট প্রতিবেদক : এক মাসের অবকাশকালীন ছুটি কাটাবে দেশের নিম্ন আদালতগুলো। রবিবার (৩ ডিসেম্বর) থেকে এ অবকাশকাল শুরু হচ্ছে।

এ সময় জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সকল দেওয়ানি আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো এ ছুটির বাইরে থাকবে। এসব আদালতে কার্যক্রম যথারীতি চলবে।

আদালত সূত্রে জানা গেছে, অবকাশকালীন সময়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহনগর দায়রা জজ আদালত বিশেষ মামলাগুলো নিষ্পত্তি করবেন।

অবকাশকালীন সময়ে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন সময়ে জরুরি মামলাসমূহ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৫, ৬, ৭, ১২, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ৬, ১৩, ১৪, ১৯, ২০, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর