thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে বিজিবির ওপর হামলা, আটক ১

২০১৭ ডিসেম্বর ০৩ ১১:৫৫:৪২
বেনাপোলে বিজিবির ওপর হামলা, আটক ১

যশোর অফিস: যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাচালানিরা।রবিবার (৩ ডিসেম্বর)ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভোর ৪টার দিকে একদল চোরাচালানি ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছে এমন একটি গোপন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির টহল দলের সদস্যরা অভিযান চালায়। এ সময় সাদিপুর সীমান্ত থেকে মনিরুল ইসলাম নামে এক চোরাচালানিকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় চোরাচালানিরা সংঘবদ্ধ হয়ে মনিরুলকে ছিনিয়ে নেওয়ার জন্য বিজিবির ওপর হামলা চালায় এবং ইট নিক্ষেপ করে। এতে এক বিজিবি হাবিলদার আহত হন। তখন আত্মরক্ষার্থে বিজিবি পাঁচ রাউন্ড গুলি ছুড়ে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মনিরুল বেনাপোলের গয়ড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর