thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ আজ

২০১৭ ডিসেম্বর ০৩ ১২:৩৬:৪৬
বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদের ওই নৈশভোজে অংশগ্রহণে সন্ধা ৭টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয় জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন -২০১৭’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা, আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব বিকাশ কুমার সাহা এবং সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্টার জেনারেল মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর