thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দুই বাজারেই সূচকের পতন

২০১৭ ডিসেম্বর ০৩ ২২:৫২:৫৭
দুই বাজারেই সূচকের পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের দুই শেয়ারবাজারেই (ঢাকা ও চট্টগ্রাম) রবিবার দিন শেষে মূল্য সূচকের পতন হয়েছে। লেনদেনের সঙ্গে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরও কমেছে এদিন।

ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম দিনটিতে নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে; এমনটাই মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা ৩০টি ব্যাংকের মধ্যে ৭টি ছাড়া সবগুলো শেয়ারের দর কমেছে। ২৫টি ব্যাংকের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

ডিএসইতে মোট লেনদেন ৪৬ কোটি ৩২ লাখ টাকা কমে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এই লেনদেন একমাসের মধ্যে সবচেয়ে কম; ৫ নভেম্বর লেনদেন ছিল ৫৩৮ কোটি ৪৯ লাখ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স রবিবার আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ছয় হাজার ২৯৬ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি থাই এলুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, গ্রামীণফোন, সিএমসি কামাল টেক্সটাইল মিলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ফু ওয়াং ফুডস ও ন্যাশনাল টিউবস।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- ইস্টার্ন ক্যাবলস, জেমিনি সি ফুড, ন্যাশনাল টিউবস, মুন্নু জুট স্ট্যাফলার্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি থাই এলুমিনিয়াম, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফাইন্যান্স, পদ্মা ইসলামীলাইফ ইন্স্যুরেন্স ও ফু ওয়াং ফুড।

দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, আইসিবি ইসলামি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, পূবালি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক এবং ওয়াইমেক্স ইলেক্ট্রোড।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৮৪ পয়েন্টে নেমেছে।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি ৩ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর