thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চোখের মণিতে ট্যাটু, অন্ধের পথে মডেল!

২০১৭ ডিসেম্বর ০৪ ১১:০০:৫৪
চোখের মণিতে ট্যাটু, অন্ধের পথে মডেল!

দ্য রিপোর্ট ডেস্ক : শরীরে পরিবর্তন আনার চরম ভক্ত ছিলেন কানাডিয়ান মডেল ২৪ বছর বয়সী ক্যাট গ্যালিনজার। ক্যাট গ্যালিনজার কয়েক মাস আগে চোখের মনিতে বেগুনি রঙয়ের ট্যাটু এঁকেছিলেন। আর এরপরেই শুরু হয় বিপদ। খানেক পরই তিনি চোখে তীব্র ব্যথা অনুভব করেন। শুধু তাই নয়, কমে এসেছে তার দৃষ্টিসীমাও। খবর- ডেইলি মিররের।

ক্যাট বলেন, একজন তাকে চোখের সাদা অংশ রঙিন করার জন্য ইনজেকশন নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আর তিনি যেই ভাবা সেই কাজ। তবে বেশ কয়েকবার হাসপাতালে গেছেন তিনি। জ্বালা কমাতে তাকে সামান্য অ্যান্টিবায়োটিক ও চোখের ড্রপ দেয়া হয়েছে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে এবং অবস্থার কোনো উন্নতি হচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে চিকিৎসকরা জানান, ক্ষতিগ্রস্ত চোখের আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। স্কেলেরা স্টেইনিংয়ের ব্যাপারে মানুষকে সচেতন করতে গত ২০ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া শুরু করেন ক্যাট।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর