thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে কিশোর আহত

২০১৭ ডিসেম্বর ০৫ ১০:১০:৫৯
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে কিশোর আহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. ফরিদ আলম (১৩) নামের এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩নং পিলারের পূর্ব পাশে জিরো লাইনের কাঁটা তারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মো. ফরিদ আলম উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের হামিদিয়া পাড়ার মৃত ইব্রাহিম খলিলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফরিদ বাড়ির গরু না আসায় তা খুঁজতে খুঁজতে সীমান্তের কাঁটা তারের পাশে গেলে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মাইন বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আহত ফরিদকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর