thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফার্মগেটে ভাড়া বিরোধে ৩টি বাস ভাঙচুর

২০১৭ ডিসেম্বর ০৫ ১৫:৫০:৫১
ফার্মগেটে ভাড়া বিরোধে ৩টি বাস ভাঙচুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে বাস ভাড়া নিয়ে বিরোধের জেরে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা তিনটি বাসে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপারভাইজারের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে তারা বাসে ভাঙচুর করে।

ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট উজ্জ্বল জানান, কলেজের ২০-২৫ জন ছাত্র বেছে বেছে লাব্বাইক পরিবহনের বাসগুলো ভাঙচুর করেছে। ঘটনাস্থল থেকে এক ছাত্রকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসগুলো ভাঙচুর করা হয়েছে। গত তিন মাস আগেও ওই কলেজেরই একদল ছাত্র একইভাবে বাসে ভাঙচুর চালিয়েছিল। এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে মামলা করা হতে পারে বলেও জানান সার্জেন্ট উজ্জ্বল।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর