thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

সাভারে অন্ত:সত্তা স্ত্রীকে গলাকেটে হত্যা

২০১৭ ডিসেম্বর ০৫ ২০:০০:২৩
সাভারে অন্ত:সত্তা স্ত্রীকে গলাকেটে হত্যা

সাভার প্রতিনিধি: সাভারে কল্পনা বেগম (২০) নামে এক ৫ মাসের অন্ত:সত্তা নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী মোহাম্মদ হোসেন আলীকে (২৮) আটক করেছে পুলিশ।

সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় নিজ বাড়িতে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কল্পনা বেগম আশুলিয়ার তৈয়বপুর এলাকার বাসেদ মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মোহাম্মদ হোসেন আলী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে বড় ভাই কাশেমের অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়ে তাকে অনেক বার বুঝানোর পরও সে শুনে নি।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর হোসেন জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে বিকেলে নিজ বাড়িতে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর মোহাম্মদ হোসেন আলী স্ত্রীর লাশের পাশে বসে থাকেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর