thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এমপি কেয়ার ওপর হামলায় বাহুবলের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

২০১৭ ডিসেম্বর ০৬ ১১:৩০:০৩
এমপি কেয়ার ওপর হামলায় বাহুবলের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও সদস্য আলাউর রহমান শাহেদকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করে।

গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে কেয়ার একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তারা মিয়া, তার গাড়িচালক জসিম উদ্দিন ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদকে আসামি করে মামলা করা হয়। গাড়িচালক জসিম উদ্দিনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর