thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

পিরোজপুরে জাহাজের ধাক্কায় ফেরির তলা ফেটে বাস-ট্রাক নদীতে

২০১৭ ডিসেম্বর ০৬ ১২:২৩:২৯
পিরোজপুরে জাহাজের ধাক্কায় ফেরির তলা ফেটে বাস-ট্রাক নদীতে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে তেলবাহী লাইটার জাহাজের ধাক্কায় ইউটিলিটি ৩৬ নামক একটি ফেরির তলা ফেটে একটি বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ফেরিতে থাকা অর্ধশত যাত্রীকে ট্রলার ও নৌকার সাহায্যে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিরমারা-বেকুটিয়া নৌপথের বেকুটিয়া ফেরিঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ফেরিতে থাকা কুয়াকাটা এক্সপ্রেসের যাত্রীসহ অর্ধশত লোককে ট্রলার ও নৌকার সাহায্যে উদ্ধার করা হয়। ফেরির ফাটা অংশ দিয়ে পানি উঠে ডোবার উপক্রম হলে চালক ফেরিটিকে একটি ডুব চরে তুলে দেন। চলে ফেরিটি তোলার পর সেটির একাংশ ডুবে কাত হয়ে গেলে ফেরিতে থাকা একটি বাস ও তিনটি ট্রাক নদীতে ডুবে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ফেরিতে থাকা কুয়াকাটা এক্সপ্রেসের যাত্রীসহ অর্ধশত লোককে ট্রলার ও নৌকার সাহায্যে উদ্ধার করা হয়। লাইটার জাহাজটিকে আটক করা যায়নি। তবে জাহাজটিকে আটকের জন্য ঝালকাঠি সদর থানায় বার্তা পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর