thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার

২০১৭ ডিসেম্বর ০৮ ০৯:৩৯:২১
রাজধানীতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডার আফতাবনগর এলাকা থেকে শুক্রবার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাযায়নি।

পুলিশের একটি সূত্র বলছে, আফতাব নগরের পূর্ব মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র থেকে জানাযায়, বাড্ডা থানার পুলিশের একটি দল গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আনার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। তবে ঠিক কখন তাঁরা মারা গেছেন তা নিশ্চিত করে বলা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা আছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর