thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মোল্লা ফজলুল্লাহ পাকিস্তানি তালেবানের নতুন প্রধান

২০১৩ নভেম্বর ০৭ ২২:০১:৪৭
মোল্লা ফজলুল্লাহ পাকিস্তানি তালেবানের নতুন প্রধান

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) নতুন প্রধান (আমীর) হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা ফজলুল্লাহ। এর আগে তিনি দেশটির সোয়াত অঞ্চলের তালেবানের প্রধান নেতা ছিলেন। খবর ডননিউজের।

টিটিপির ভারপ্রাপ্ত প্রধান নেতা আসমাতুল্লাহ শাহীন উত্তর-পশ্চিম পাকিস্তানে এক রুদ্ধদ্বার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ফজলুল্লাহ টিটিপির নতুন প্রধান। আজকের শূরা সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শাহীনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, সর্বোচ্চ শূরা পরিষদের বৈঠকে শেখ খালিদ হক্কানিকে ফজলুল্লাহ ডেপুটি হিসেবে নির্বিাচিত করা হয়েছে।

টিটিপির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানান, পাকিস্তান সরকারের সঙ্গে যে কোনো ধরনের শান্তি আলোচনা করতে ফজলুল্লাহকে কঠোরভাবে নিষেধ করেছে শূরা পরিষদ।

টিটিপির সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ ড্রোন হামলায় নিহত হওয়ার ঘটনায় শূরা পরিষদ এই কঠোর অবস্থানে গেল।

নতুন নেতা নির্বাচন করার পর উত্তর ওয়ারিজিস্তানের মিরামশাহয় ফাঁকা গুলিবর্ষণ করেন তালেবানরা।

প্রসঙ্গত, ফজলুল্লাহ গত বছর পাকিস্তানের সোয়াতে বহুল আলোচিত মালালা ইউসুফজাইকে গুলি করার হুকুম দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

(দিরিপোর্ট২৪/এসকে/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর