thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

‘কানি মা’ ফারজানা ছবি

২০১৮ জানুয়ারি ২৬ ২১:৩০:৪১
‘কানি মা’ ফারজানা ছবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনেত্রী ফারজানা ছবিকে এবার একটি টেলিফিল্মে দেখা যাবে ২৫ থেকে ৮০ বছর বয়সী নারীর চরিত্রে। টেলিফিল্মটির নাম ‘কানি মা’।

নারীপ্রধান গল্প নিয়ে গত সপ্তাহে টানা তিন দিন টেলিফিল্মটির শুটিং হলো গাজীপুরের জয়দেবপুরে। যেখানে চোখের ওপর আলাদা একটি পাথরের চোখ লাগিয়ে শুটিং করলেন অভিনেত্রী ফারজানা ছবি। ‘কানি মা’ নামের একটি টেলিছবির জন্যই বাড়তি চোখ লেগেছে তার।

এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে ছবি বলেছেন, ‘নারীপ্রধান গল্পে এর আগেও আমি বেশ কয়েকবার অভিনয় করেছি। তবে এবারের গল্প ও সাজসজ্জায় ভিন্নতা আছে। চরিত্রের প্রয়োজনে শুটিং চলার পুরোটা সময় আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পরে কাজ করতে হয়েছে। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন।’

‘কানি মা’ রচনা ও পরিচালনা করেছেন নুইব হাসান।

তিনি জানিয়েছেন, টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও রিফাত চৌধুরী। ফারজানা ছবির ছেলের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবুর অভিনয়।

এবারের নারী দিবসে প্রচারিত হবে ‘কানি মা’।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর