thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ২

২০১৮ জানুয়ারি ২৭ ১২:০৪:৩৫
চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে উপজেলার কাগজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহবুবুল আলম (৪৫) ও মোজাম্মেল হক (৩৬)। তারা দু'জন নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ জানান, নিহত মাহবুবুল আলম ও মোজাম্মেল হক মোটরসাইকেলে করে লোহাগাড়া যাচ্ছিলেন। কাগজীপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দিলে দু'জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পটিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু'জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর