thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চীনে ভ্যান চাপায় ১৮ পথচারী আহত

২০১৮ ফেব্রুয়ারি ০২ ১১:০৩:০৯
চীনে ভ্যান চাপায় ১৮ পথচারী আহত

দ্য রিপোর্ট ডেস্ক: চীনের সাংহাইয়ে একটি কফিশপের কাছে পথচারীদের উপর একটি ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৮ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে (০১:০০ জিএমটি) এ ঘটনা ঘটে। ওই সময়ে পুরো এলাকা লোকে লোকারণ্য ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাংহাইয়ের ব্যস্ত পিপুলস স্কয়ার এলাকার নানজিং স্ট্রিটের স্টারবাক ক্যাফের বাইরে ফুটপাতের উপর একটি ছোট ভ্যানে আগুন জ্বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভ্যানের ভেতর একটি গ্যাসসিলিন্ডার ছিল।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় দেশটির রাষ্ট্রয়ত্ত সংবাদ মাধ্যম।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর