thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাইয়ান

২০১৩ নভেম্বর ০৮ ০৯:২৮:০৯
ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাইয়ান

দিরিপোর্ট২৪ ডেস্ক : বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ক্যাটাগরি পাঁচের এই ঘূর্ণিঝড়টি শুক্রবার সকালে পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের দক্ষিণ-পূর্ব গুইউয়ানে আঘাত হানে। তবে ঘূর্ণিঝড়টি রাজধানী ম্যানিলায় সরাসরি আঘাত করবে না বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি’র।

মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যে দেশটিতে স্কুল এবং অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় লেটে প্রদেশের একটি স্কুলের একজন শিক্ষক জানিয়েছেন, আমরা শক্তিশালী বাতাস অনুভব করতে পারছি। আমাদের স্কুল এখন বাড়ি-ঘর ছেড়ে আসা মানুষে ভরে গেছে।

লেটে প্রদেশের গর্ভনর রজার মারকাডো শুক্রবার সকালে টুইট করেছেন যে, গাছ উপড়ে পড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

একটি বেসরকারি আবহাওয়া কেন্দ্রের পরিচালক জেফ মাস্টার্স বলেছেন, ঘূর্ণিঝড়ের কারণে ‘মারাত্মক ক্ষয়ক্ষতি’ হবে। আরেকজন আবহাওয়াবিদ এরিক হোলথাউস বলেছেন, এটা ‘ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ প্রমাণিত হতে পারে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের আঞ্চলিক প্রধান রে গজন জানিয়েছে, গুইউয়ানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাতীয় আবহাওয়া ব্যুরোর আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী মারিও পালাফক্স বলেন, যেসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাত করেছে, তারা সেই এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ হারিয়েছেন।

শনিবার ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে অতিবাহিত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

ঘূর্ণিঝড় হাইয়ান স্থানীয়ভাবে ইয়োলান্ডা নামে পরিচিত। গত মাসেই ৭.৩ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। যেটির ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

(দিরিপোর্ট২৪/আদসি/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর