thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

প্রথমদিনে টুইটার শেয়ারের দাম বেড়েছে ৭৩ শতাংশ

২০১৩ নভেম্বর ০৮ ০৯:৫৮:৪১
প্রথমদিনে টুইটার শেয়ারের দাম বেড়েছে ৭৩ শতাংশ

দিরিপোর্ট২৪ ডেস্ক : শেয়ার বাজারে প্রবেশের প্রথম দিনেই বাজিমাত করছে খুদে ব্লগিং সাইট টুইটার। প্রথম দিনেই এর শেয়ারের দাম বেড়েছে ৭৩ শতাংশ।

বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সেচেঞ্জে প্রথমবারের মতো লেনদেন শুরু হয় টুইটারের শেয়ারের। দিনের শুরুতে প্রতিটি শেয়ারের মূল্য ২৬ ডলার নির্ধারণ করা হয়। দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৪.৯০ ডলারে।

পাবলিক কোম্পানি হিসেবে প্রথমদিন টুইটারের মোট শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন মার্কিন ডলারেও বেশি।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ খোলার এক ঘণ্টা পর টুইটারের শেয়ারের লেনদেন শুরু হয়। প্রথমদিনেই ১৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

২০১২ সালে ফেসবুক শেয়ারে বাজারে প্রবেশের পর এই প্রথম কোনো বড় টেকনো প্রতিষ্ঠান শেয়ার বাজারে পা রাখলো।

টুইটার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা শুরু করলেও কেউ কেউ প্রাথমিকভাবে ধারণা করেছিলেন ফেসবুকের মতো নাসডাক একচেঞ্জের হাত ধরেই পুঁজি বাজারে পা রাখবে টুইটার। তবে, টুইটারের প্রবেশ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের জন্য বড় বিজয়।

বিশ্বজুড়ে ২৩০ মিলিয়ন ব্যবহারকারী আছে টুইটারের। এখনো লাভের মুখ দেখেনি এই টেকনো প্রতিষ্ঠান।

এক্ষেত্রে ফেসবুকের চেয়ে এগিয়েই আছে টুইটার। ২০১২ সালে লোকসান পুষিয়ে নিতেই পাবলিক কোম্পানি হিসেবে পুঁজিবাজারে নাম লেখায় ফেসবুক।

প্রথমদিনে ফেসবুকের শেয়ারের দাম ধরা হয় ৩৪ মার্কিন ডলার। ঘণ্টার মধ্যে তা বেড়ে দাঁড়ায় ৪৫ ডলারে। তবে, পরে অবশ্য ফেসবুক শেয়ারের দাম পড়ে যায়। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর