thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বাকৃবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার

২০১৩ নভেম্বর ০৮ ১০:৫২:৪৮
বাকৃবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার

ময়মনসিংহ সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন বিন্যাস প্রকাশ করেছে।

ভর্তি পরিক্ষা কমিটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা তাদের আসন বিন্যাস বাকৃবির নিজস্ব ওয়েবসাইট (www.bau.edu.bd) অথবা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.bau.edu.bd/seat-plan) থেকে জানতে পারবে। ওয়েবসাইটে আসন বিন্যাস জানতে ভর্তিচ্ছুদের নিজ নিজ রোল নম্বরের প্রয়োজন হবে।

আসন বিন্যাস : ভেটেরিনারি অনুষদে ১০০০১- ১১২৯৭, কৃষি অনুষদে (পূর্ব ভবন) ১১২৯৮-১১৮৩২, কৃষি অনুষদে (পশ্চিম ভবন) ১১৮৩৩-১২৭৩৮, কৃষি অনুষদে (কৃষি সম্প্রসারণ ভবন) ১২৭৪০-১২৯৯১, কৃষি অনুষদে (করিম ভবন) ১২৯৯২-১৩৯০৩, কৃষি অনুষদে (সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবন) ১৩৯০৪-১৪১১৯, পশুপালন অনুষদে ১৪১২০-১৪৯২৬, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ১৪৯২৭-১৫৫৫৮, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে (মূল ভবন) ১৫৫৫৯-১৬৩২৩, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ১৬৩২৪-১৬৬০৩, মৎস্যবিজ্ঞান অনুষদে ১৬৬০৪-১৭১৪৩, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ১৭১৪৪-১৭৯৮৩, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ১৭৯৮৪-১৮৮৪৩, কৃষি বিশ্ববিদ্যালয় কমিউিনিটি সেন্টারে ১৮৮৪৪-১৯০৪৩, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯০৪৪-১৯৫৭৬।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর‌্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারই প্রথমবারের মতো বাকৃবিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কর্তন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানায় ভর্তি পরীক্ষা কমিটি।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর