thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বেশি মোটা, তাই বিমানে উঠতে মানা

২০১৩ নভেম্বর ০৮ ১১:১৮:৩৬
বেশি মোটা, তাই বিমানে উঠতে মানা

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে চিকিৎসার জন্য এসে ভীষণ বিপাকে পড়েছেন এক ফরাসি দম্পতি। কারণ তাদের ছেলে বেশি মোটা, এই অজুহাতে ব্রিটিশ এয়ারওয়েজ তাদের বিমানে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই, বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে এই দম্পতির।

দেড় বছর আগে হরমোনজনিত সমস্যার চিকিৎসা নিতে শিকাগো আসেন কেভিন চেনাইস (২২)। এই সমস্যার কারণে তার ওজন বেড়ে দাঁড়িয়েছে পাঁচশ’ পাউন্ডে।

কেভিনের মা ক্রিস্টিনা চেনাইস সিবিএস টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিকে তার পরিবারের সমস্যার কথা জানান। তিনি ব্রিটিশ এয়ারওয়েজকে দোষ দিয়ে বলেন, ‘তারাই তো আমাদের এখানে নিয়ে এসেছিল। আর এখন ফিরিয়ে নেয়ার সময় আপত্তি করছে।’

তিনি আরো বলেন, ‘বৃটিশ এয়ারওয়েজ যদি আমাদের নিয়ে আসতে পারে, তাহলে কেন ফিরিয়ে নিয়ে যেতে পারবে না?’

এক সপ্তাহ ধরে তারা বিমানবন্দরের হোটেলে থেকে বিষয়টির সুরাহা করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যাচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে জাহাজে ফ্রান্সে ফেরার।

এদিকে, কেভিনকে সবসময় অক্সিজেন ও চিকিৎসা দিতে হয়। তাই যেভাবে যাওয়াটাও কষ্টকর।

এ ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র সিবিএস টেলিভিশনকে জানান, ‘আমরা একটি সামাধান খোঁজার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের কোনো বিমানে জায়গা হবে না কেভিনের।’ সূত্র: এএফপি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর