thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পরমাণু কর্মসূচি সীমিত করার ঘোষণা দিল ইরান

২০১৩ নভেম্বর ০৮ ১১:৪৯:২৪
পরমাণু কর্মসূচি সীমিত করার ঘোষণা দিল ইরান

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরান তার পারমাণবিক কর্মসূচিকে আরও সীমিত করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। দেশটির উপর চলমান অর্থনৈতিক নিষোধাজ্ঞা তুলে নিতে বিশ্বনেতাদের সহায়তা প্রত্যাশায় ইরান এই পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশটির পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী প্রধান এই তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাগকি’র এই মন্তব্য দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে মধ্যস্থতাকারীদের মধ্যে ব্যাপক আলোচনার ইঙ্গিত বহন করে। আর তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার পরিবর্তে অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে। আরাগকি বলেন, আজ তারা (বিশ্বনেতারা) বলেছেন, তারা ইরানের প্রস্তাবিত ছক গ্রহণ করেছে।

যদিও আরগকি এই আলোচনাকে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, শুক্রবার তারা এ বিষয়ে একটি চুক্তিতে একমত হতে পারবেন।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আরাগকি’র বিবৃতির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিন সপ্তাহ আগে গত দফার বৈঠকে আলোচনার সম্ভাব্য বিষয়গুলো নিয়ে একটি সমঝোতায় পৌছাতে সক্ষম হয় উভয়পক্ষ।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে শুক্রবার জেনেভায় বিশ্বনেতারা যখন বৈঠকে মিলিত হচ্ছেন তার আগে এ ধরনের ঘোষণা দিল দেশটি।

(দিরিপোর্ট২৪/আদসি/এইচএসএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর