thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত

২০১৩ নভেম্বর ০৮ ১২:৩৮:৩৯
কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে পুলিশের দুইজন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে আওয়ান্তিপোরাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই হামলায় তারা নিহত হন। খবর বিবিসির।

ওই হামলা এমন একসময় ঘটল, যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাশ্মির সফর করছেন। তবে কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করে নি।

কাশ্মির অঞ্চলে ভারত বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে। এদিকে এ বছরের শুরুর দিকে ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা পরিকল্পনার ষড়যন্ত্রের অভিযোগে আফজাল গুরুকে ফাসি দেওয়ার পর এই অঞ্চলে সহিংসতা নতুন করে বৃদ্ধি পায়।

গত সেপ্টেম্বর মাসে ভারতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা তিন ব্যক্তিকে হত্যা করেছে। ওই ব্যক্তিরা একটি পুলিশ স্টেশন ও আর্মি ক্যাম্পে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে এমন অভিযোগে তাদেরকে হত্যা করা হয়। এর আগে মে ও মার্চ মাসে দুটি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর নয়জন নিহত হয়।

১৯৮৯ সাল থেকেই ভারতের শাসনের বিরুদ্ধে কাশ্মিরে সশস্ত্র লড়াই চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে সহিংসতার ঘটনা কমে আসলেও সমস্যার সমাধান হয়নি।

(দিরিপোর্ট২৪/আদসি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর