thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

চিন্তিত মিসবাহ

২০১৩ নভেম্বর ০৮ ১২:৪০:২৯
চিন্তিত মিসবাহ

দিরিপোর্ট২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ওয়ানডেতে ৬৮ রানে হারার পর নিজেদের ব্যাটিং নিয়ে নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক।

তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার করা ২৬০ রান তাড়া করতে নেমে ১৯১-এ শেষ হয় পাকিস্তানের ইনিংস। ২ উইকেটে ৮৬ রান সংগ্রহের পরের ৫টি গেছে মাত্র ৩১ রানে। লেগস্পিনার ইমরান তাহির ৫৩ রানে নেন ৪ উইকেট। অষ্টম উইকেটে ওহাব রিয়াজ এবং সোহেল তানভিরের করা ৬১ রানের জুটি পাকিস্তানকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে।

সিরিজে ধারাবাহিকভাবে পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতাকে ভালো চোখে দেখছে না টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং নিয়ে চিন্তা প্রথম দুই ওয়ানডের পর উভয় দলের টিম ম্যানেজমেন্টে থাকলেও তৃতীয় ওয়ানডে শেষে দক্ষিণ আফ্রিকা সেটি অনেকটা কাটিয়ে উঠেছে। অপরদিকে পাকিস্তান দলের এখন সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং।

সিরিজে ২-১-এ এগিয়ে থেকে অনেকটাই স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি।

পাকিস্তানি স্পিনার ইমরান তাহিরের প্রশংসা করেন ভিলিয়ার্স। ৫ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১-এ এগিয়ে আছে।

(দিরিপোর্ট২৪/এমআই/এএস/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর