thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

৭৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

২০১৮ এপ্রিল ০১ ০৯:৫৫:২৫
৭৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : ৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের বিমান হামলায় বোমার আঘাতে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ উদ্ধার করেছে শ্রী লঙ্কার নৌবাহিনী।

শনিবার (৩১ মার্চ) শ্রী লঙ্কার উপকূল থেকে দেশটির নৌবাহিনীর ডুবুরিরা সেটি ভাসিয়ে তুলতে সক্ষম হন। খবর- বিবিসির।

১৯৪২ সালে ডুবে যাওয়ার সময় দ্য এসএস সাগাইং নামের ওই জাহাজের যাত্রী ও পণ্যের বেশির ভাগই উদ্ধার করা সম্ভব হয়েছিল।

ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট (১০.৭ মিটার) গভীরে জাহাজটি ডুবে ছিল।

শ্রী লঙ্কার পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড ইউনিট এই উদ্ধার অভিযান পরিচালনা করে এবং এটি সম্পন্ন করতে তাদের কয়েক মাস লেগে যায়।

শ্রী লঙ্কার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৪৫২ ফুট দীর্ঘ জাহাজটি উদ্ধারের আগে এর অবকাঠামো সুসংহতের কাজ করা হয়, যেটি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। ডুবুরিরা সাগরের তলে জাহাজটি পানিশূন্য করার জন্য এর চারদিকে একটি কৃত্রিম ঘের তৈরি করে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর