thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ফরাসি লিগ কাপে পঞ্চম শিরোপা পিএসজির

২০১৮ এপ্রিল ০১ ০৯:৫৮:৪২
ফরাসি লিগ কাপে পঞ্চম শিরোপা পিএসজির

দ্য রিপোর্ট ডেস্ক : দি মারিয়া ও কাভানির গোলে মোনাকোকে সহজেই হারিয়ে ফরাসি লিগ কাপে টানা পঞ্চম শিরোপা তুলে নিয়েছে পিএসজি।

শনিবার রাতে বোর্দোতে ৩-০ গোলে জিতে উনাই এমেরির দল।

ম্যাচে অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাভানি। কিলিয়ান এমবাপে ফাউলে শিকার হলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ফরাসি ফরোয়ার্ড এমবাপের দারুণ পাসে বল পেয়ে ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।

বিরতির আগে মোনাকোর অধিনায়ক রাদামেল ফালকাও হেডে বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতে তা বাতিল হয়।

৮৫তম মিনিটে এমবাপের বাড়ানো বল ধরে পিএসজির জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর