thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ভারতে গাড়ির ধাক্কায় হোটেল ধস, নিহত ১০

২০১৮ এপ্রিল ০১ ১০:০৯:৫৪
ভারতে গাড়ির ধাক্কায় হোটেল ধস, নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে গাড়ির ধাক্কায় একটি চারতলা হোটেল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ২৪ জন ধ্বংসাবশেষের নিচের আটকা পড়েছে।

শনিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভারতের মধ্যপ্রদেশে ইনদোরের সারওয়াতে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, এবিপিআনন্দের।

ওই গাড়িটি যখন হোটেলটিতে ঢুকে পড়ে তখন বহু লোক খাবার খাচ্ছিলেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এখনও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

উদ্ধারকারীরা ছয়জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তিদের আঘাত কতটা গুরুতর সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার সময় হোটেল ঠিক কতজন ছিলেন সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে ইনদোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্র বলেছেন, একটি গাড়ি এসে আচমকাই ওই হোটেলে ধাক্কা মারে। ভবনটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। গাড়ি ধাক্কা মারার পরই ভেঙে পড়ে সেটি।

তিনি বলেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ধ্বংসস্তূপের নিচে ২০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর