thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নয়াপল্টনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

২০১৮ এপ্রিল ০১ ১৩:২৯:১৬
নয়াপল্টনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজিব হাসান (৩০) নামে একজন পানি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পানি প্রস্তুত করার সময় বিদ্যুতের তার পানিতে পড়লে এ ঘটনা ঘটে।

নিহত রাজীবের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বানিয়া ধলা এলাকায়। তার বাবার নাম কামাল উদ্দিন।

জানা যায়, ঘটনাস্থলে মো. রাজিব হাসান জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার ছোট ভাই শাহিন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুরুত্বর আহত অবস্থায় রাজিব হাসানকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর