thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভবন ভাঙতে ১ বছর সময় পেল বিজিএমইএ

২০১৮ এপ্রিল ০২ ০৯:৫৩:৩৬
ভবন ভাঙতে ১ বছর সময় পেল বিজিএমইএ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে আরও এক বছর সময় দিয়েছেন আপিল বিভাগ। ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না -এমন মুচলেকা দেয়ায় আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে এ সময় দিয়েছেন।

সোমবার (২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ সময় আবেদন মঞ্জুর করেন।

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মইনুল ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।

গতবছরের ৮ এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙতে কর্তৃপক্ষকে সাত মাস সময় দিয়েছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী এপ্রিলে সময় শেষ হচ্ছে। তার আগেই ভবন ভাঙতে এক বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ।

এরপর গত ২৫ মার্চ বিজিএমইএ’র আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে আদেশে আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে মুচলেকা দিতে বলেন। প্রথমে দেয়া মুচলেকা সঠিক হয়নি মর্মে ফের জমার আদেশ দেন। সোমবার সংশোধিত মুচলেকা জমা দেয়ার পর আপিল বিভাগ বিজিএমইএ’র সময় আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০১৬ সালের ২ জুন বিজিএমইএ’র করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ওই বছরের ৮ নভেম্বর ১৬তলা ভবনটি অবিলম্বে নিজ খরচে ভেঙে ফেলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। কিন্তু ৮ ডিসেম্বর রিভিউ আবেদন করে বিজিএমইএ।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দেয়া হয়। রায়ে ‘হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবন একটি ক্যান্সারের মতো’ উল্লেখ করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর