thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পৃথিবীতে আছড়ে পড়ছে চীনের মহাশূন্য ল্যাব

২০১৮ এপ্রিল ০২ ১০:০৪:১৫
পৃথিবীতে আছড়ে পড়ছে চীনের মহাশূন্য ল্যাব

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের অকার্যকর হয়ে পড়া মহাশূন্য ল্যাব তিয়াংগং-১ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশকালে অনেকাংশে ভেঙে গেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সোজাসুজি ওপরের দিক দিয়ে সেটি পৃথিবীতে প্রবেশ করেছে বলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (২ এপ্রিল) গ্রিনিচ মান সময় ০০:১৫ টায় সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বলে চীনের ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে। খবর- বিবিসির।

মহাশূন্যের কক্ষপথে নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০১১ সালে তিয়াংগং-১ চালু করা হয়। ২০২২ সালের মধ্যে মহাশূন্যে মানুষ্যনির্মিত স্টেশন নির্মাণে চীনা পদক্ষেপের অংশ হিসেবে এটি তৈরি করা হয়, যা ২০১৬ সালে অকার্যকর হয়ে পড়ে।

তিয়াংগং-১ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপরে বায়ুমণ্ডল দিয়ে পৃথিবীতে প্রবেশ করলেও ঠিক কোন দিক দিয়ে সেটি প্রবেশ করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল এক টুইটার বার্তায় বলেন, ‘মনে হচ্ছে তিয়াংগং-১ তাহিতির উত্তর-পশ্চিম দিক দিয়ে ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসছে।’

তিয়াংগং-১ ঠিক কোন দিক দিয়ে পৃথিবীতে প্রবেশ করবে তার পূর্বানুমান করতে প্রথম থেকেই হিমশিম খাচ্ছিলেন বিশেষজ্ঞরা। চীনা মহাশূন্য গবেষণা সংস্থা ভুল অনুমান করে বলেছিল, এটি ব্রাজিলের সাও পাওলোর দিক দিয়ে পৃথিবীতে প্রবেশ করবে।

অপরদিকে, ইউরোপীয় মহাশূন্য সংস্থা আগামবার্তা দিয়ে জানিয়েছিল, তিয়াংগং-১ হয়ত পৃথিবীতে প্রবেশের পর ভূপৃষ্ঠ জুড়ে থাকা বিশাল জলরাজির কোনো অংশে পড়বে।

তারা জানিয়েছিল, বছরে বজ্রে আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কার চেয়ে ১০ মিলিয়ন ভাগ কম আশঙ্কা আছে যে, ল্যাবের ভগ্নাংশ দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে।

তবে তিয়াংগং-১ ল্যাবের কতটুকু অংশ অখণ্ড অবস্থায় পৃথিবীতে পৌঁছেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউরোপীয় মহাশূন্য সংস্থার অধীনে ১৩টি সংস্থা রাডার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে বিশ্বব্যাপী তিয়াংগংয়ের গতিপথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর