thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হাজারীবাগে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

২০১৮ এপ্রিল ০২ ১২:২০:৪২
হাজারীবাগে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখানো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন গণমাধ্যমকে জানান, ‘সোমবার সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারীবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছলে আকলিমাক ওপর অ্যাসিড নিক্ষেপ করে একব্যক্তি পালিয়ে যায়। আকলিমার মুখের ডান পাশ, বুক ও গলা দগ্ধ হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আকলিমা আক্তারের ৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর