thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

২০১৮ এপ্রিল ০৩ ০৯:২৯:০০
বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ফজলু শেখ (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ এপ্রিল) রাতে উপজেলার দীঘাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলু শেখ সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার মৃত কিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে ফজলু তার ছেলে শামীম ও তোতা নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে হাসনাপাড়া বাজার থেকে নিজের বাড়ি ফিরছিলেন। তারা যমুনা নদীর পাশে চর দীঘাপাড়ায় পৌঁছালে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। প্রাণভয়ে ছেলে শামীম ও তোতা পালিয়ে গেলে দুর্বৃত্তরা ফজলুকে শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তিনি মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ফজলুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও এ হত্যাকাণ্ডের ব্যাপারে কোনও মামলা হয়নি। ঘাতকদের আটক করার জন্য অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর