thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুদকে হাজির হতে সময় চাইলেন এ কে আজাদ

২০১৮ এপ্রিল ০৩ ১২:৫৬:২৮
দুদকে হাজির হতে সময় চাইলেন এ কে আজাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক :অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে মঙ্গলবার (৩ এপ্রিল) তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে উপস্থিত না হয়ে হাজিরার জন্য চিঠির মাধ্যমে সময়ের আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে এ কে আজাদের পক্ষে দুইজন আইনজীবী দুদক কার্যালয়ে এসে সময়ের আবেদন করেছেন।

জানা যায়, গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত চিঠিতে এ কে আজাদকে মঙ্গলবার তলব করা হয়।

চিঠিতে নিজে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানপূর্বক অনুসন্ধান কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর