thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংক-লরি ধর্মঘট

২০১৮ এপ্রিল ০৩ ১৩:১৭:৪৯
খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংক-লরি ধর্মঘট

খুলনা প্রতিনিধি : খুলনা-যশোর মহাসড়ক মেরামত করার দাবিতে খুলনাসহ দক্ষিণের ১৫ জেলায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি মালিক সমিতি।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৬টা থেকে তেল পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করা হচ্ছে। বুধবার সকাল ৬টায় ধর্মঘট শেষ হবে।

গত রবিবার মহানগরীর কাশিপুরস্থ কার্যালয়ে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

ট্যাংক-লরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন জানান, খুলনা-যশোর রোডে গাড়ী চলাচলের অযোগ্য। রাস্তার খানা খন্দে পড়ে প্রতিদিন নানা দুর্ঘটনায় পড়ে ট্যাংক-লরির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চালকরা এখন আর গাড়ি চালাতে চায় না। রাস্তাটির বর্তমান ভয়াবহ অবস্থার কারণে রাস্তা সংস্কারের দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর