thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

খালেদার চিকিৎসা প্রতিবেদন কারাগারে হস্তান্তর

২০১৮ এপ্রিল ০৩ ১৮:০৬:৩৮
খালেদার চিকিৎসা প্রতিবেদন কারাগারে হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চিকিৎসকদের বোর্ড এ প্রতিবেদন হস্তান্তর করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, যে চারজন অধ্যাপক খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছিলেন তারা চিকিৎসার একটি চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে হস্তান্তর করেছেন। সেটা হাসপাতালের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিক্স), অধ্যাপক মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক টিটু মিয়া (মেডিসিন) এবং সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

গেল রবিবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে এ চিকিৎসক দল গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নেওয়া হয়। সে সময় থেকে এখনো তিনি জেলে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর