thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন  বিক্রি ৫ এপ্রিল

২০১৮ এপ্রিল ০৩ ১৮:৪৬:২৫
খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন  বিক্রি ৫ এপ্রিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে। এ দুটি সিটিতে বিএনপির মেয়র প্রার্থী হতে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। ৫ এপ্রিল এ মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ৫ এপ্রিল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। ৬ এপ্রিল মনোনয়ন ফরম জমা দিতে হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। ফরম জমা দেওয়ার সময় আরও দিতে হবে ২৫ হাজার টাকা। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ নেওয়া হবে ইচ্ছুক প্রার্থীদের।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর