thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে হত্যা মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার

২০১৮ এপ্রিল ০৪ ০৮:৫০:০৮
নাটোরে হত্যা মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া থেকে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি আব্দুল করিমকে (৪২) একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩ এপ্রিল) দিবাগত ২ টার দিকে উপজেলার জামনগর বাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল করিম জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, ১১ টি অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি আব্দুল করিম জামনগর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তেতে বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় জামনগর বাজারের একটি চায়ের স্টলে বসে থাকা আব্দুল করিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে ওই সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের অভিযোগে অস্ত্র আইনে মামলা দায়ের করে বাগাতিপাড়ায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল করিমের নামে জেলার বিভিন্ন থানায় ১১ টি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। আব্দুল করিম দীর্ঘ দিন ধরেই আত্মগোপনে ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর