thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১১ রমজান 1446

টঙ্গীতে তুলার ৬ গুদামে অগ্নিকাণ্ড

২০১৮ এপ্রিল ০৪ ০৯:৪৯:১৬
টঙ্গীতে তুলার ৬ গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে নিউ মন্নু কটন মিলে অগ্নিকাণ্ডে ৬টি তুলার গুদাম পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে টঙ্গীর মিল গেট (মন্নুনগর) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতিকুর রহামান জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নিউ মন্নু কটন মিলের তুলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি এবং উত্তরা ফায়ারস্টেশন থেকে আরো ২টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ৬টি গুদাম ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।

আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বুধবার সকাল পৌনে ৯টার সময়ও সেখানে ডাম্পিংয়ের কাজ চলছিল।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর