thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় বাসচাপায় শিশুর মৃত্যু

২০১৮ এপ্রিল ০৪ ১০:৪৯:১৯
খুলনায় বাসচাপায় শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি : খুলনায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় তন্নি (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা শিমুল আক্তার (৩৫)।

বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর খালিশপুরের আলমনগর পোড়া মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকান থেকে মালামাল ক্রয় করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন প্লাটিনাম জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী শিমুল আক্তার। এ সময় বরিশালগামী একটি বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম গণমাধ্যমকে জানান, খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থানেই মেয়ের মৃত্যু হয়। মা গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর